ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

রাজনীতি

বিএনপির ৬ নেতাকর্মী বহিষ্কার

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৩, ডিসেম্বর ২১, ২০১৫
বিএনপির ৬ নেতাকর্মী বহিষ্কার

ঢাকা: দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের স্বার্থ বিরোধী তৎপরতায় লিপ্ত থাকার কারণে ৬ বিএনপি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২১ ডিসেম্বর) বিকেলে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



বহিষ্ক‍ৃত নেতাকর্মীরা হলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলার চান্দনাইশ পৌর বিএনপির সভাপতি নুরুল আনোয়ার, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, রাজশাহী জেলার চারঘাট পৌর বিএনপির সভাপতি মো. কামরুদ্দিন সরদার, রাজশাহী জেলার আড়ানী পৌর বিএনপির আহবায়ক মো. নজরুল ইসলাম মাস্টার, নারায়ণগঞ্জ জেলার তারাবো পৌর বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম চৌধুরী এবং টাঙ্গাইলের সখীপুর উপজেলা বিএনপির সদস্য সানোয়ার হোসেন সজীব।  

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের দল থেকে বহিষ্কার করা হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।