ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

রাজনীতি

বেগমগঞ্জের শিবির নেতা না. গঞ্জে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩০, ডিসেম্বর ২০, ২০১৫
বেগমগঞ্জের শিবির নেতা না. গঞ্জে আটক ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জ: নাশকতার পরিকল্পনার অভিযোগে বেগমগঞ্জ থানা শিবিরের সাবেক সভাপতি সাফায়েত উল্লাহকে নারায়ণগঞ্জে আটক করেছে র‌্যাব।

রোববার (২০ ডিসেম্বর) বিকেলে জেলা শহরের আল্লামা ইকবাল রোডের আশরাফ হোসেনের ভাড়াবাড়ি থেকে তাকে আটক করা হয়।



র‌্যাব-১১’র এএসপি শাহ মো. মশিউর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

আটকের পর তার কাছ থেকে একটি মোটরসাইকেল, কিছু জিহাদি বই ও পরিচয়পত্র জব্দ করা হয়েছে।

আটক সাফায়েত নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার বারইচতল এলাকার আতোয়ার রহমানের ছেলে।

তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে বলেও জানান মশিউর রহমান।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
হারা/টিআই


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ