ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

রাজনীতি

রামগতিতে জাপা মনোনীত মেয়র প্রার্থী কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১২, ডিসেম্বর ২০, ২০১৫
রামগতিতে জাপা মনোনীত মেয়র প্রার্থী কারাগারে ছবি : প্রতীকী

লক্ষ্মীপুর: সংঘর্ষের মামলায় লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার জাতীয় পার্টি (জাপা) মনোনীত মেয়র প্রার্থী আজাদ উদ্দিন চৌধুরী ও রামগতি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু নাসেরকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২০ ডিসেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনির হোসেন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



অ্যাডভোকেট রহমত উল্লাহ বিপ্লব বাংলানিউজকে জানান, ওই দু’জন ২০১৩ সালের ডিসেম্বরে সংঘটিত একটি সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার আসামি। দুপুরে তারা আদালতে গিয়ে ওই মামলায় জামিন আবেদন করেন। এসময় আদালত জামিন না নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
এএটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।