ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

রাজনীতি

গাংনীতে স্বেচ্ছাসেবক দল থেকে আ’লীগে যোগদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:১৪, ডিসেম্বর ২০, ২০১৫
গাংনীতে স্বেচ্ছাসেবক দল থেকে আ’লীগে যোগদান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: গাংনীতে স্বেচ্ছাসেবক দল নেতা মুনছুর আলীর ‍নেতৃত্বে কয়েকজন বিএনপি কর্মী ও সমর্থক আওয়ামী লীগে যোগদান করেছেন।

শনিবার রাতে মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মকবুল হোসেনের উপস্থিতিতে আওয়ামী লীগে যোগ দেন তারা।



মুনছুর আলী গাংনী পৌরসভার ৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিলেন।

এ সময় আওয়ামী লীগ নেতা ইয়াসিন রেজা, জমির উদ্দীন, বদরুল ইসলাম বদু, হাফিজুর রহমান বাবু, সেকেন্দার আলী, শ্রমিকলীগ নেতা বানারুল ইসলাম,কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন উজ্জল, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহান আহম্মেদ ফারুক, উপজেলা ছাত্রলীগ নেতা রুবেল হোসেন, শিমুল হোসেন, রানা, জুয়েল উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ