ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

রাজনীতি

ময়মনসিংহে ওয়ার্ড আ’লীগ নেতাকে অব্যাহতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৭, ডিসেম্বর ১৯, ২০১৫
ময়মনসিংহে ওয়ার্ড আ’লীগ নেতাকে অব্যাহতি

ময়মনসিংহ: দলে নিষ্ক্রিয়তার অভিযোগে ময়মনসিংহ ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

একই সঙ্গে সিনিয়র যুগ্ম সম্পাদক হযরত আলীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।

 

শনিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আবুল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জুলহাস উদ্দিন দীর্ঘদিন ধরে ওয়ার্ডের দলীয় কর্মকাণ্ডে অনুপস্থিত। গত ১০ বছর ধরে তিনি ১৮ নং ওয়ার্ডের বাসিন্দা। ওয়ার্ড আওয়ামী লীগের কর্মকাণ্ডে তার কোনো সম্পৃক্ততা নেই। এসব কারণে গত ১৫ ডিসেম্বর ওয়ার্ড আওয়ামী লীগের জরুরি সভায় তাকে অব্যাহতি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামী লীগের ৬৫ সদস্যের মধ্যে ৪ জন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। ২ জন বিদেশে অবস্থান করছেন। বাদ বাকী ৫৯ সদস্যের মধ্যে ৪৯ জন তার অব্যাহতি সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেন।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।