ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

রাজনীতি

ইবিতে ছাত্রলীগের দুই গ্রুপে গুলি বিনিময়, আহত ১

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩১, ডিসেম্বর ১৯, ২০১৫
ইবিতে ছাত্রলীগের দুই গ্রুপে গুলি বিনিময়, আহত ১

কুষ্টিয়া (ইসলামী বিশ্ববিদ্যালয়): ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে একজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

 

শনিবার (১৯ ডিসেম্বর) দুপুর সাড়ে পৌনে ‌১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) শিক্ষক নি‌য়োগ বোর্ডকে কেন্দ্র ক‌রে ইবি ছাত্রলী‌গের সভাপতি সাইফুল ইসলাম গ্রুপ ও সহ-সভাপতি মিজানুর রহমান মিজু দু’গ্রু‌পের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় সভাপতি সাইফুল ইসলাম গ্রুপের গুলিতে একজন আহত হন। এর প্রতিবাদে শনিবার দুপুরে ক্যাম্পাসে মিছিল বের করে মিজু গ্রুপ। এসময় সাইফুল গ্রুপ পাল্টা মিছিলের চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও গুলি বিনিময় হয়। এতে একজন গুলিবিদ্ধ হন। তবে তার নাম জানা যায়নি। পরে পুলিশের মধ্যস্থতায় দুই গ্রুপ দুই দিকে চলে যায়।

দুপুর দেড়টায় এ প্রতিবেদন লেখার সময় সাইফুল গ্রুপ আবাসিক হল এলাকায় ও মিজু গ্রুপ দলীয় টেন্ডে অবস্থান করছিল।

ফের সংঘর্ষ এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
এসআই

** ই‌বি‌তে ছাত্রলী‌গের দু’গ্রু‌পের সংর্ঘষ, আহত ১০
   


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।