ঢাকা, সোমবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

রাজনীতি

পদ্মাসেতুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতু নামকরণের দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৮, ডিসেম্বর ১৯, ২০১৫
পদ্মাসেতুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতু নামকরণের দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পদ্মাসেতুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতু নামকরণ করার দাবি জানিয়েছে আওয়ামী ওলামা লীগ।

শনিবার (১৯ ডিসেম্বর) সকালে জাতীয়  প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানানো হয়।



মানববন্ধনে ওলামা লীগের পক্ষ থকে কয়েকটি দাবি জানানো হয়। সেগুলো হলো, ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটি শুক্রবারের পরিবর্তে বৃহস্পতিবার করা, পদ্মাসেতুকে শেখ হাসিনা সেতু নামকরণ, ড. ইউনূসেক ‘রাষ্ট্রদ্রোহী’ হিসেবে অবিলম্বে গ্রেফতার করা, যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির জন্য নতুন করে আইনি প্রচেষ্টা চালানো।  

মানববন্ধনে বক্তারা দাবি করেন, আইএস ইহুদিদের তৈরি। এরা মুসলমান নয়। আইএসের নাম দিয়ে আমেরিকার বাংলাদেশে ঢোকার চেষ্টা প্রতিহত করতে হবে।

মানববন্ধনে অংশ নেন ওলামা লীগের সভাপতি মাওলানা আখতার হোসাইন বুখারী, সাধারণ সম্পাদক মাওলানা কাজী মুহম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি মাওলানা মুহম্মদ আব্দুস সাত্তার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
ইএস/এমআইএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।