ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

রাজনীতি

বগুড়ায় সমাজতান্ত্রিক দলের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫০, ডিসেম্বর ২, ২০১৫
বগুড়ায় সমাজতান্ত্রিক দলের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: তিস্তাসহ সব নদীর পানির ন্যায্য হিস্যা আদায়, সেচ প্রকল্প সচল রাখতে পদক্ষেপ গ্রহণ ও ক্ষতিগ্রস্ত চাষীদের ক্ষতি পুরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বগুড়া সমাজতান্ত্রিক দল (বাসদ)।

বুধবার (২ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় শহরের সাতমাথা এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।



এসময় বাসদ জেলা শাখার আহ্বায়ক সামসুল আলম দুলু, সদস্য আমিনুল ইসলাম, শীতল সাহা, বনানী রায় ববি, নওশীন ‍মুস্তারী সাথী, আনন্দ কুমার প্রমুখ বক্তব্য রাখেন।

দাবি আদায়ে বক্তারা সর্বস্তরের জনগণকে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
এমবিএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।