ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

রাজনীতি

আতাউদ্দীনের মৃত্যুতে খালেদার শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৭, নভেম্বর ৩০, ২০১৫
আতাউদ্দীনের মৃত্যুতে খালেদার শোক ছবি: প্রতীকী

ঢাকা: সাবেক অর্থ প্রতিমন্ত্রী আতাউদ্দিন খান এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
 
সোমবার (৩০ নভেম্বর) এক শোকবার্তায় বিএনপি চেয়ারপার্সন বলেন, সাবেক অর্থ প্রতিমন্ত্রী মরহুম আতাউদ্দিন খান বিএনপির প্রতিষ্ঠানকালীন থেকে দলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন।

দলের প্রতি তার আনুগত্য ছিল প্রশ্নাতীত। তিনি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক।
 
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া মরহুম আতাউদ্দিন খান এর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুনগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
 
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
এজেড/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।