ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

রাজনীতি

পৌর নির্বাচন

অজুহাতে নির্বাচন থেকে সরে যাবেন না, খালেদাকে নাসিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৭, নভেম্বর ৩০, ২০১৫
অজুহাতে নির্বাচন থেকে সরে যাবেন না, খালেদাকে নাসিম ছবি: শাকিল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন,‘খালেদা জিয়া নির্বাচন করতে রাজি হয়েছেন। কোনো অজুহাতে আবার নির্বাচনের মাঠ থেকে পিছিয়ে যাবেন না।



সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হাসপাতালের নব নির্মিত বর্হিবিভাগের উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ নাসিম বলেন, ‘জ্বালাও-পোড়াওয়ের মধ্যে নির্বাচন করে আমরা জয়ী হয়েছি। খালেদাকে ধন্যবাদ জানাই, উনি নির্বাচন করতে রাজি হয়েছেন। ’

খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, ‘কোনো অজুহাতে আবার নির্বাচনের মাঠ থেকে পিছিয়ে যাবেন না। নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিন, দেখেন কী হয়। '

এসময় সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহসচিব প্রফেসর এম ইকবাল আর্সালান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
এনএইচএফ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।