ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

রাজনীতি

মানিকগঞ্জ জামায়াতের সেক্রেটারিসহ আটক ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৪, নভেম্বর ২৭, ২০১৫
মানিকগঞ্জ জামায়াতের সেক্রেটারিসহ আটক ৬ ছবি: প্রতীকী

মানিকগঞ্জ: নাশকতা সৃষ্টির আশঙ্কায় মানিকগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. আনোয়ার হোসেনসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মধ্যরাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত পৃথক অভিযানে তাদের আটক করা হয়।



শুক্রবার সকাল ৯টায় জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক অন্যরা হলেন, বিএনপি কর্মী শিবালয়ের রেজাউল ইসলাম, সাটুরিয়ার জমশের আলী, সিংগাইরের কামরুল হাসান, আজগর হোসেন ও শিবির কর্মী ঘিওরের সিরাজুল ইসলাম।

এদিকে, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে দৌলতপুর উপজেলার বাঘুটিয়া এলাকার নিজ বাড়ি থেকে উপজেলা ওলামাদলের যুগ্ম আহ্বায়ক  মাওলানা আবু ইউসুফ আলীকে (৩৯) আটক করা হয়েছে।

আটক ইউসুফ উপজেলার ইসমাইল হোসেনের ছেলে এবং নাগরপুরের পাইকেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত বাংলানিউজকে জানান, নাশকতার সৃষ্টির আশঙ্কায় তাকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।