ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

রাজনীতি

সাঁথিয়া শিবিরের সেক্রেটারিসহ গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৭, নভেম্বর ২৭, ২০১৫
সাঁথিয়া শিবিরের সেক্রেটারিসহ গ্রেফতার ২

পাবনা: নাশকতার আশঙ্কায় পাবনার সাঁথিয়া উপজেলা শিবিরের সেক্রেটারিসহ দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে তাদের গ্রেফতার করা হয়।



এরা হলেন, উপজেলার জোড়গাছা গ্রামের সোহরাব আলীর ছেলে উপজেলা শিবিরের সেক্রেটারি আজিজুর রহমান (৩০) ও হলুদঘর মধ্যপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে দুলাল হোসেন (২৮)।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বাংলানিউজকে জানান, জোড়গাছা বাজারের পাশে নাশকতার উদ্দেশে পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে তাদের ওই স্থান থেকে গ্রেফতার করা হয়।

ওসি আরো জানান, তাদের বিরুদ্ধে সাঁথিয়া থানায় নাশকতার একাধিক মামলা রয়েছে। শুক্রবার সকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।