ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

রাজনীতি

শীর্ষনেতাদের সঙ্গে খালেদার বৈঠক রাতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৭, নভেম্বর ২৫, ২০১৫
শীর্ষনেতাদের সঙ্গে খালেদার বৈঠক রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

ঢাকা: স্থায়ী কমিটির সদস্যসহ ঢাকায় অবস্থানরত শীর্ষনেতাদের বৈঠকে ডেকেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে আটটায় খালেদার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।



বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান খান। তিনি বলেন, স্থায়ী কমিটির সদস্য ছাড়াও ঢাকায় অবস্থানরত শীর্ষনেতাদের বৈঠকে ডেকেছেন চেয়ারপারসন।

দীর্ঘ প্রায় আড়াই মাস লন্ডন সফর শেষে দেশে ফেরার পর এটি হবে খালেদা জিয়ার সঙ্গে দলীয় নেতাদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। ব্যক্তিগত সফরে গত ১৫ সেপ্টেম্বর লন্ডন যান তিনি। টানা ২ মাস ১০ দিন লন্ডনে অবস্থানকালে দুই চোখ ও পায়ের চিকিৎসা করান তিনি। শনিবার (২১ নভেম্বর) রাতে দেশে ফেরেন তিনি।

দু’দিন বাসায় বিশ্রাম নিয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে গুলশান দুই নম্বর সেক্টরের ৮৬ নম্বর রোডে তার রাজনৈতিক কার্যালয়ে অফিস করেন খালেদা জিয়া। দীর্ঘদিন পর অফিসে আসার পর তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দল ও অঙ্গ সংগঠনগুলোর নেতারা।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
এজেড/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।