ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

রাজনীতি

রাতে অফিস করবেন খালেদা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৮, নভেম্বর ২৪, ২০১৫
রাতে অফিস করবেন খালেদা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে অফিস করবেন। রাত সাড়ে ৮টায় গুলশান ২ নং সেক্টরের ৮৬ নম্বর রোডে তার রাজনৈতিক কার্যালয়ে যাবেন তিনি।


 
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বিকেল পৌনে ৪টায় বাংলানিউজকে এ কথা জানান।
 
লন্ডনে ব্যক্তিগত সফর শেষে শনিবার (২১ নভেম্বর) দেশে ফিরে গত দুই দিন গুলশানের বাসায় বিশ্রাম নিয়েছেন বিএনপির চেয়ারপারসন। এই দুই দিন পরিবারের সদস্য ও নিকট‍াত্মীয়-স্বজন ছাড়া দলীয় কোনো নেতাকে সাক্ষাৎ দেননি তিনি।
 
দলীয় সূত্রে জানায়, আড়াই মাস পর রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার আগমন উপলক্ষে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা নিজ নিজ অবস্থান থেকে শুভেচ্ছা জানানোর প্রস্তুতি নিচ্ছেন।
 
তবে, খালেদা জিয়ার সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে গুলশান কার্যালয়ে নেতাকর্মীর প্রবেশাধিকার সীমিত রাখার ব্যবস্থা করবেন তার ব্যক্তিগত নিরাপত্তাকর্মীরা।
 
এদিকে, খালেদা জিয়ার আগমন উপলক্ষে গুলশানে তারা রাজনৈতিক কার্যালয় ধুয়ে-মুছে সাফ করা হয়েছে। অফিসের দেওয়াল, প্রাচীর, প্রধান ফটক চুনকাম করা হয়েছে।
 
ব্যক্তিগত সফরে গত ১৫ সেপ্টেম্বর লন্ডন যান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। টানা ২ মাস ৫ দিন লন্ডনে অবস্থানকালে দুই চোখ ও পায়ের চিকিৎসা করান তিনি। এছাড়া, স্থানীয় বিএনপি আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় ও একটি নাগরিক সভায় যোগ দেন খালেদা জিয়া।
 
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
এজেড/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।