ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

রাজনীতি

মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের হরতাল বিরোধী মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪০, নভেম্বর ২৩, ২০১৫
মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের হরতাল বিরোধী মিছিল

ঢাকা: রাজধানীতে হরতাল বিরোধী সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ। সোমবার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।



সমাবেশে সংগঠনের সভাপতি ফাতেমা জলিল সাথী, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, সহসভাপতি লায়ন বাবুল, মহিলা সম্পাদিকা পাপিয়া ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে একটি মিছিল বের হয়। মিছিলে তারা বিভিন্ন হরতাল বিরোধী স্লোগান দেন। মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এমআইএ/আরইউ/আরআই


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।