ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

রাজনীতি

সাকা-মুজাহিদের ফাঁসি কার্যকরে ছাত্র ফেডারেশনের সন্তোষ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২২, নভেম্বর ২২, ২০১৫
সাকা-মুজাহিদের ফাঁসি কার্যকরে ছাত্র ফেডারেশনের সন্তোষ

ঢাকা: দেশের দুই শীর্ষ যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী (সাকা চৌধুরী) ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর করায় সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। একই সঙ্গে সব যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছে সংগঠনটি।



রোববার (২২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ সন্তোষ প্রকাশ করেন সংগঠনটির সভাপতি সৈকত মল্লিক ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল।
 
বিবৃতিতে বলা হয়, জনগণের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে দেশের দুই শীর্ষ রাজাকারের ফাঁসির রায় কার্যকর করার মধ্য দিয়ে বিচার বিভাগ তার ঐতিহাসিক কর্তব্য পালন করেছে।
ঘৃণ্য মানবতাবিরোধীদের বিচারের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশে অন্যসব অপরাধের বিচারের নীতিগত ও আইনী বৈধতা তৈরি হলো।
 
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
এসএ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।