ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

রাজনীতি

নোয়াখালীতে বিএনপি-জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৭, নভেম্বর ২২, ২০১৫
নোয়াখালীতে বিএনপি-জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে

নোয়াখালী: নাশকতার মামলায় নোয়াখালীর বিভিন্ন উপজেলা থেকে পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযান গ্রেফতার বিএনপি-জামায়াতের ২৫ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (২২ নভেম্বর) দুপুরে তাদের জেলা জজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।



এরআগে শনিবার দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আটকদের মধ্যে সূবর্ণচর উপজেলা শিবিরের সভাপতি আমানত উল্যাহ ও সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়ন যুবদলের সভাপতি আবদুল করিমের নাম জানা গেছে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃতরা বিভিন্ন নাশকতা মামলার পলাতক আসামি।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।