ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

রাজনীতি

দেশে এখন গণতন্ত্র নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১০, নভেম্বর ২২, ২০১৫
দেশে এখন গণতন্ত্র নেই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নড়াইল: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশে এখন গণতন্ত্র নেই। দেশে এমন গণতন্ত্র চলছে যে, মানুষ ঘর থেকে বের হতে ভয় পায়।



রোববার (২২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জেলা জাপার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
   
এরশাদ বলেন, সকালে বাসা থেকে বের হলে আর ফিরতে পারবেন কি না সে নিশ্চয়তা নেই। দেশ আজ অবরুদ্ধ। পথে পথে চেকপোস্ট। মানুষের জানমালের নিরাপত্তা নেই।

তিনি বিএনপির উদ্দেশে বলেন, যারা প্রতিহিংসার রাজনীতি করে আমার ওপর জুলুম করেছিলেন। আমাকে জেলে পাঠিয়েছিলেন, তারা আজ কোথায়? আল্লাহ তাদের বিচার করেছেন।

এ সময় এরশাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দুর্বলের সঙ্গে কেউ হাত মেলায় না। তাই সংগঠনকে শক্তিশালী করতে হবে।

সম্মেলন অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, সুনীল শুভ রায় ও আব্দুস সবুর আসুদ, নির্বাহী কমিটির সদস্য অশোক কুমার ঘোষ, অ্যাডভোকেট খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ, শরিফুল ইসলাম চৌধুরী, আবুল হোসেন, জেলা জাপার সাধারণ সম্পাদক শরীফ মুনীর হোসেন প্রমুখ।

দীর্ঘ ২৭ বছর পর রোববার নড়াইলে আসেন এরশাদ। এর আগে ১৯৮৮ সালে শেষবার নড়াইলে এসেছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।