ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

রাজনীতি

কেসিসি মেয়র মনি’র বরখাস্তের আদেশ হাইকোর্টে বহাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩২, নভেম্বর ২২, ২০১৫
কেসিসি মেয়র মনি’র বরখাস্তের আদেশ হাইকোর্টে বহাল

ঢাকা: খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র মনিরুজ্জমান মনিকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকারের আদেশ চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

মনি’র করা এক আবেদনের শুনানি নিয়ে রোববার (২২ নভেম্বর) বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ফরিদ আহমদ শিবলীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।



ফলে মনি’কে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকারের ২ নভেম্বরের আদেশ বহাল থাকলো বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন- জ্যেষ্ঠ আইনজীবী কামরুল হক সিদ্দিকী। তার সঙ্গে ছিলেন আইনজীবী আনিসুর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।

অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার ঘটনায় করা দু’টি মামলায় গত ১১ জুন মনিসহ মোট ৫৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। বিভিন্ন মামলায় মনি’র বিরুদ্ধে আদালতে চার্জশিট গৃহিত হওয়ায় সিটি করপোরেশন আইনের ১২ (১) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫/আপডেট: ১২৫৭ ঘণ্টা
ইএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।