ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

রাজনীতি

সাকা প্রাণভিক্ষা চাননি, দাবি বিএনপিরও

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৪, নভেম্বর ২২, ২০১৫
সাকা প্রাণভিক্ষা চাননি, দাবি বিএনপিরও

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরী দোষ স্বীকার করে রাষ্ট্রপতি বরাবর কোনো ক্ষমা প্রার্থনা করেননি বলে এক বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

শনিবার (২১ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপনের মাধ্যমে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ বিষয়টি জানানো হয়।



আসাদুজ্জামান রিপন দলের পক্ষে বিবৃতিতে বলেছেন, সংবাদমাধ্যমে খবর প্রচারিত হয়েছে যে- দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তবে পরিবার তার সঙ্গে সর্বশেষ সাক্ষাৎ করে দলকে অবহিত করেছে, তিনি দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করে প্রাণভিক্ষা চাননি। সাকার পরিবার বিএনপিকে অবহিত করেছে যে- এটি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অপপ্রয়াস চলছে, যা আদৌ সত্য নয়।

তার পরিবার বিএনপিকে আরও অবহিত করেছে, যে অভিযোগে তাকে প্রাণদণ্ড দেওয়া হয়েছে, এ ধরনের কোনো অপরাধ তিনি করেননি। যা তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে আদালতেও যুক্তি ও দালিলিক প্রমাণ দাখিল করেছিলেন।

মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত সাকা চৌধুরী ন্যায় বিচার পাননি বলেও বিএনপি জানিয়েছে।

তার আগে, সাকার পরিবার থেকেও বলা হয়েছে তিনি রাষ্ট্রপতির কাছে কোনো প্রাণভিক্ষা চাননি।

বাংলাদেশ সময়: ০০০৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫, আপডেট ০০২৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।