ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

রাজনীতি

খালেদা জিয়ার চোখে ছানি পড়েছে, তিনি উন্নয়ন দেখেন না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০২, অক্টোবর ২৫, ২০১৫
খালেদা জিয়ার চোখে ছানি পড়েছে, তিনি উন্নয়ন দেখেন না ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, মানুষের বয়স হয়ে গেলে চোখে ছানি পড়ে। সেই ছানি পড়ে গেলে আর চোখে দেখে না মানুষ।

খালেদা জিয়ার চোখেও ছানি পড়েছে। তাই তিনি সরকারের উন্নয়ন দেখেন না।

রোববার (২৫ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ট্রান্সশিপমেন্ট পয়েন্টে আরসিসি জেটি, ওয়্যার হাউস, পার্কিং ইয়ার্ড ও সংযোগ সড়ক উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি এসময় বলেন, রাজনীতির সূত্র না জানলে রাজনীতি হবে না। খালেদা জিয়া এখনও জানেন না রাজনীতির সূত্রটা কী। সূত্রে ভুল করেছেন বলেই তিনি খুনীদের নিয়ে দল করেছেন।

আশুগঞ্জে মেঘনা নদীর পাড়ে একটি ইনল্যান্ড কনটেইনার টার্মিনাল তৈরি হবে বলেও ঘোষণা দেন মন্ত্রী।

বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান কমডোর মোজাম্মেল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য জিয়াউল হক মৃধা, জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ