ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

রাজনীতি

চাটখিলে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৯, অক্টোবর ২৫, ২০১৫
চাটখিলে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

নোয়াখালী: নোয়াখালীর চাটখিল পৌরসভার ছয়ানী-টগবা গ্রামে তারেক হোসেন স্বপন (২৪) নামে ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ ছাত্রলীগের নেতাকর্মীরা।

রোববার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় তাকে হত্যা করা হয়।



নিহত তারেক হোসেন স্বপন চাটখিল পৌরসভার ছয়ানী-টগবা গ্রামের ছিদ্দিক উল্যার ছেলে। তিনি পৌর ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

স্থানীয়রা জানান, চাটখিল পৌর ছাত্রলীগের সম্মেলনের সময় নবনির্বাচিত সাধারণ সম্পাদক  রবিউল আউয়াল রবিনের বিরোধিতা করেন তারেক হোসেন স্বপন। ওই বিরোধিতার জের ধরে রোববার বেলা ১১টার দিকে রবিনের নেতৃত্বে ছাত্রলীগ কর্মী রাব্বি, রিশাদসহ ৬/৭ জন অস্ত্রসস্ত্র নিয়ে স্বপনের বাড়িতে যায়।

এ সময় তারা নিজ কক্ষে ঘুমন্ত অবস্থায় স্বপনকে কুপিয়ে গুরুতর জখম করে বাইরে এসে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।

পরিবারের লোকজন স্বপনকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম উদ্দিন বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে বলা যাবে।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ