ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

রাজনীতি

ময়মনসিংহ জেলা জামায়াত আমির কলেজ থেকে বরখাস্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৯, অক্টোবর ২১, ২০১৫
ময়মনসিংহ জেলা জামায়াত আমির কলেজ থেকে বরখাস্ত অধ্যাপক জসিম উদ্দিন

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে জেলা জামায়াতের আমির অধ্যাপক জসিম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে কলেজের পরিচালনা পর্ষদ।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে পরিচালনা পর্ষদের সভায় তাকে সাময়িক বরখাস্ত করেন সংশ্লিষ্ট পরিচালনা পর্ষদের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোসলেম উদ্দিন।

সন্ধ্যায় কলেজের প্রিন্সিপাল নাসির উদ্দিন এ বিষয়টি বাংলানিউজকে জানান।

তিনি জানান, বিনা অনুমতিতে অনুপস্থিত ও নাশকতার মামলায় গ্রেফতার হওয়ার কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব বলেন, গত ২ অক্টোবর রাতে নাশকতার মামলায় গ্রেফতার হন জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় সুরা সদস্য অধ্যাপক জসিম উদ্দিন।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ