ঢাকা, রবিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

রাজনীতি

আটক ২০দলীয় জোট নেতাদের মুক্তির দাবি এনডিপির

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০১, জুলাই ২৭, ২০১৫
আটক ২০দলীয় জোট নেতাদের মুক্তির দাবি এনডিপির

ঢাকা: এমকে আনোয়ারসহ ২০দলীয় জোটের শীর্ষ নেতাদের মুক্তির দাবি করেছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপি।

সোমবার (২৭ জুলাই) ২০দলীয় জোটের অন্যতম শরিক এ দলটির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা এক যৌথ বিবৃতিতে এ দাবি করেন।



দেশে আইনের শাসন নেই মন্তব্য করে তারা বলেন, সরকারের অন্যায়ে কেউ যাতে প্রতিবাদ করতে না পারে, সে কারণে বিরোধী জোটের বিরুদ্ধে চলছে মামলা আর হামলা। যে তালিকায় জোটের প্রবীণ, নবীনসহ তৃণমূল কর্মীরাও রয়েছে।

বিএনপি ও ২০দলীয় জোটের যেসব নেতারা কারাগারে রয়েছেন তাদের দ্রুত মুক্তির দাবি করেছে এনডিপি।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।