ঢাকা, রবিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

রাজনীতি

১৫-১৭ বয়সীদের ভোটার তালিকায় নিবন্ধনে জামায়াতের নিন্দা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৬, জুলাই ২৭, ২০১৫
১৫-১৭ বয়সীদের ভোটার তালিকায় নিবন্ধনে জামায়াতের নিন্দা

ঢাকা: ভোটার তালিকা হালনাগাদে বিভিন্ন ধরনের অসংগতি এবং আইন লঙ্ঘন করে ১৫ থেকে ১৭ বছর বয়সীদের নিবন্ধন করার তীব্র নিন্দা জানিয়েছে জামায়াত।

সোমবার (২৭ জুলাই) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ নিন্দা জানান।



তিনি বলেন, ভোটার তালিকা আইন ২০০৯’র ধারা ৭(১)(খ) অনুসারে ১৮ বছর বয়স হলেই কেউ এ তালিকায় যুক্ত হওয়ার সুযোগ পাবেন। কিন্তু নির্বাচন কমিশন (ইসি) এবার ১৫ থেকে ১৭ বছরের নাগরিকদের নিবন্ধন করছে কী উদ্দেশে তা দেশবাসীর কাছে বোধগম্য নয়।

তিনি আরও বলেন, স্বচ্ছ ভোটার তালিকা ছাড়া অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না। সঠিকভাবে ভোটার তালিকা হালনাগাদ করা না হলে নির্বাচন কমিশনের প্রতি দেশের জনগণের আর কোনো আস্থাই থাকবে না। তাই ইসিকে সরকারের অসৎ পথ পরিহার করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের উদ্যেগ নিতে হবে।

না হলে এসব দায়দায়িত্ব কমিশনই বহন করবে বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
এলকে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।