ঢাকা, রবিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

রাজনীতি

জয়পুরহাট বিএনপির সভাপতি ও জামায়াত নেতা কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৫, জুলাই ২৭, ২০১৫
জয়পুরহাট বিএনপির সভাপতি ও জামায়াত নেতা কারাগারে ছবি: প্রতীকী

জয়পুরহাট: ১৪ দলের সমাবেশে ককটেল বিস্ফোরণের মামলার জয়পুরহাট জেলা বিএনপির সভাপতি ও জামায়াতের এক নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুরে জয়পুরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাজুল ইসলাম মিয়া এ আদেশ দেন।



আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে পলাতক জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোজাহার আলী প্রধান আদালতে জামিনের আবেদন করেন। কিন্তু জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

অপরদিকে, একই মামলায় জয়পুরহাট শহর জামায়াতের সমাজকল্যাণ সেক্রেটারি ও জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আ. মোমিন ফকির উচ্চ আদালতের নির্দেশে নিম্ন  আদালতে আত্মসমর্পণ করেন। পরে বিচারক তাকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চলতি বছরের ২২ ফেব্রুয়ারি জয়পুরহাট শহরের মুক্তমঞ্চে ১৪ দলের সমাবেশে ককটেল বিস্ফোরণে ২০ নেতাকর্মী আহত হয়। পরে আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম খাঁন বাদী হয়ে জেলা বিএনপির সভাপতিসহ বিএনপি-জামায়াতের ৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।