ঢাকা, রবিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

রাজনীতি

ভোটার হালনাগাদের সময় নারী ভোটার কমায় বিএনপির উদ্বেগ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৮, জুলাই ২৭, ২০১৫
ভোটার হালনাগাদের সময় নারী ভোটার কমায় বিএনপির উদ্বেগ ড. আসাদুজ্জামান খান রিপন / ফাইল ফটো

ঢাকা: ভোটার হালনাগাদের সময় নারী ভোটারের সংখ্যা কমে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। এ ঘটনাকে ‘ষড়যন্ত্র’ হিসেবে উল্লেখ করে অবিলম্বে নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেছে দলটি।



সোমবার বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং মুখপাত্র ড. আসাদুজ্জামান খান রিপন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ দাবি জানান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমরা উদ্বেগের সংগে লক্ষ্য করছি বর্তমান বিতর্কিত-আজ্ঞাবহ ও ‘দুষ্টের শিরোমনি’ নির্বাচন কমিশন এবছরের শেষপ্রান্তে অনুষ্ঠিতব্য প্রায় তিন শত পৌরসভা নির্বাচন ও ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের একটি পরিকল্পনা হাতে নিয়েছে।
 
ইতিমধ্যেই পত্রিকান্তরে প্রকাশিত হয়েছে যে পূর্বের তুলনায় ভোটার তালিকায় নারী ভোটারদের নিবন্ধনের হার উল্লেখযোগ্যভাবে কমেছে।

ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন যার ইলেক্টরাল সিস্টেম এর নিরীক্ষা অনুযায়ী ২০০৮ সালে ৮ কোটি ১০ লাখ ৫৮ ভোটার ছিল। তখন পুরুষের চেয়ে নারী ভোটার বেশি ছিল ১৪ লাখ ১৩ হাজার ৬০০ জন। কিন্তু এরপর প্রতিবার ভোটার তথ্য হালনাগাদ করতে গিয়ে নারী ভোটারের সংখ্যা ক্রমাগতভাবেই কমছে, যা অত্যন্ত উদ্বেগজনক। নারী ভোটারের সংখ্যা কেন কমে যাচ্ছে-এ ব্যাপারে নির্বাচন কমিশনের কোন মাথাব্যথা নেই। বাংলাদেশের মতো দেশে ৯০ সালের পর থেকে ভোটদানে নারীদের আগ্রহ ও অংশগ্রহণ বরাবরই বেশি ছিল। অথচ গত কয়েক বছরে চিত্রটি বদলে যাওয়া, নারীর ক্ষমতায়ন ও রাজনীতিতে নারীর সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি নেতিবাচক প্রতিফলন ছাড়া আর কিছুই নয়। বিষয়টি পর্যালোচনা করার সাথে সাথে এর কারণ অনুসন্ধানে নির্বাচন কমিশন সচেষ্ট না হওয়ায় দেশের সিভিল সোসাইটিও উদ্বেগ প্রকাশ করেছেন, যার সাথে আমাদের দলও সহমত পোষণ করে। এর পেছনে কোন রাজনৈতিক দুরভিসন্ধি আছে কিনা, তাও আমাদের ভাবিয়ে তুলেছে। ’

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।