ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

রাজনীতি

রাজধানীতে রমজানকে স্বাগত জানিয়ে র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫১, জুন ১৮, ২০১৫
রাজধানীতে রমজানকে স্বাগত জানিয়ে র‌্যালি ছবি: শাকিল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে রাজধানীতে ৠালি বের করেছে রাজনৈতিক সংগঠন বাংলাদেশ খেলাফত আন্দোলন।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে বায়তুল মোকাররম মসজিদের সামনে গিয়ে শেষ হয়।



র‌্যালির আগে এক সমাবেশে বক্তরা বলেন, দুনিয়ার মানুষের কল্যাণে প্রতিবছর মাহে রমজানের আগমন ঘটে। রহমত-মাগফিরাত ও নাজাতের মাস এটি। রমজানের রোজা ধনীর মনে গবিবের ক্ষুধার জ্বালা যেমন অনুভব করায়-তেমনি আত্মার পরিশুদ্ধির মাধ্যমে মানবতার খেদমতের শিক্ষা দেয়।
 
রমজানের পবিত্রতা রক্ষার্থে সব ধরনের অশ্লীলতা পরিহার করার আহ্বানও জানান বক্তারা।

সংগঠনটির ঢাকা মহানগর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদীর নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় মাহে রমজানকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগানও দেন তারা।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
এজেডকে/এলকে/এটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।