ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

রাজনীতি

বকশিবাজার আদালত এলাকায় কড়া নিরাপত্তা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৭, জুন ১৮, ২০১৫
বকশিবাজার আদালত এলাকায় কড়া নিরাপত্তা ছবি: দেলোয়ার হোসেন বাদল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বকশি বাজার আদালকে হাজিরাকে কেন্দ্র করে আদালত এলাকায় কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ৯টায় গুলশানের বাসা থেকে আদালতের উদ্দেশে রওয়ানা হন খালেদা জিয়া।


 
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পোশাক ও সাদা পোশাকে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

ডিএমপি সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার গুলশান কার্যালয় থেকে বকশিবাজারের অস্থায়ী কার্যালয় এলাকা পর্যন্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। গাড়ি বহরে যাতে কোনো প্রকার নাশকতামূলক কর্মকাণ্ড না ঘটে। গুলশান থেকে শুরু করে আদালত এলাকায় যাওয়ার পথে প্রতিটি মোড়ে পুলিশ ও ৠাবের আলাদা টিম হয়েছে। এছাড়া আদালত এলাকায় বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।

বাংরাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
এমআই/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।