ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

রাজনীতি

দেশের উদ্দেশে প্রধানমন্ত্রীর লন্ডন ত্যাগ

লন্ডন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩৮, জুন ১৭, ২০১৫
দেশের উদ্দেশে প্রধানমন্ত্রীর লন্ডন ত্যাগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা / ফাইল ফটো

লন্ডন: ৬ দিনের ব্যক্তিগত সফর শেষে বাংলাদেশের  উদ্দেশে লন্ডন ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৭ জুন) স্থানীয় সময় সাড়ে ছয়টায় বিমানের একটি বিশেষ ফ্লাইটে সিলেটের উদ্দেশে লন্ডনের হিথরো বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী।



বৃহস্পতিবার তাকে বহনকারী ফ্লাইট সরাসরি সিলেট বিমানবন্দরে গিয়ে অবতরণ করবে। ওইদিন তিনি সিলেট অবস্থান করবেন।

এদিকে, প্রধানমন্ত্রীর সঙ্গে তার সফরসঙ্গীরাও একই ফ্লাইটে দেশের উদ্দেশে লন্ডন ত্যাগ করেন।

এ সময় হিথরো বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আব্দুল হান্নান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ, উপদেষ্টামণ্ডলীর চেয়ারম্যান সামসুদ্দিন খান, সহসভাপতি জালাল উদ্দিন, সামসুদ্দিন মাস্টার ও সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক প্রমুখ।

এর আগে স্থানীয় সময় ৪টা ৪০ মিনিটে হিথরো বিমানবন্দরের উদ্দেশে হোটেল হিল্টন অন পার্কলেইন ত্যাগ করার সময় যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

বাংলাদেশ সময়: ২৩৩৭ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।