ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

রাজনীতি

নেতাকর্মীদের গ্রেফতারে জামায়াতের নিন্দা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০২, জুন ১৭, ২০১৫
নেতাকর্মীদের গ্রেফতারে জামায়াতের নিন্দা

ঢাকা: জামায়াতের ডাকা দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতাল কর্মসূচিতে নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।
 
বুধবার (১৭ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এ নিন্দা ও প্রতিবাদ জানান।



হরতাল চলাকালে দেশের বিভিন্ন স্থান থেকে চার শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে উল্লেখ করে বিবৃতিতে তিনি বলেন, নির্যাতন চালিয়ে কোনো সরকারই ক্ষমতা দীর্ঘায়িত করতে পারেনি, এ সরকারও পারবে না।
ষড়ষন্ত্রের রাজনীতি বন্ধ করে আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ আটক সব নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি প্রদান করতে সরকারের প্রতি তিনি জোর দাবি জানান।
 
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে বুধবার দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতাল ডাকে দলটি।
 
বাংলাদেশ সময়: ২২৫৯ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
এলকে/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।