ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

রাজনীতি

২৫ নাগরিককে হত্যার হুমকিতে জামায়াতের উদ্বেগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৬, জুন ১৭, ২০১৫
২৫ নাগরিককে হত্যার হুমকিতে জামায়াতের উদ্বেগ

ঢাকা: দেশের ২৫ জন বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (১৭ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ উদ্বেগ প্রকাশ করেন।



বিবৃতিতে তিনি বলেন, ‘আনসারু্ল্লাহ বাংলা টিম’ কর্তৃক দেশের ২৫ জন বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকি দেওয়ায় এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী পক্ষ থেকে হুমকিদাতাদের ব্যাপারে কোনো আইনি পদক্ষেপ গ্রহণ না করায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।
 
এসব অগণতান্ত্রিক ও অসাংবিধানিক সন্ত্রাসনির্ভর কর্মকাণ্ড বন্ধ করা সরকারের দায়িত্ব উল্লেখ করে বিবৃতিতে তিনি অবিলম্বে এসব উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২২২৬ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
এলকে/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।