ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

রাজনীতি

লালমনিরহাট ছাত্রলীগের সভাপতি শহিদুল, সম্পাদক বক্কর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২১, জুন ১৭, ২০১৫
লালমনিরহাট ছাত্রলীগের সভাপতি শহিদুল, সম্পাদক বক্কর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট: শহিদুল ইসলামকে সভাপতি ও জাবেদ হোসেন বক্করকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি করা হয়েছে।

বুধবার (১৭ জুন) লালমনিরহাট জেলা ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলন শেষে কাউন্সিলরদের ভোটে নুতন সভাপতি ও সম্পাদক নির্বাচিত হন।



লালমনিরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ।

লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল খালেক বাবুর সভাপতিত্বে সম্মেলনের প্রথমার্ধে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট-৩ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার আবু সালেহ মো. সাঈদ দুলাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান, সহসভাপতি সিরাজুল হক, লালমনিরহাট পৌর মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু।

আরো উপস্থিত ছিলেন, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির কামরুল হাসান খোকন, গোলাম সরওয়ার কবির, আব্দুল কাদের, মহিউদ্দিন মাহি, মিজানুর রহমান মিজান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাহিত্য সম্পাদক খন্দকার আসাদুজ্জামান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।