ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

রাজনীতি

রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান চরমোনাই পীরের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৫, জুন ১৭, ২০১৫
রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান চরমোনাই পীরের মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম

ঢাকা: আসন্ন রমজানের পবিত্রতা বজায় রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)।
 
বুধবার (১৭ জুন) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ আহ্বান জানান।


 
বিবৃতিতে তিনি বলেন, রমজান মাস আত্মশুদ্ধির মাস। শুধু উপবাস থাকাই রমজানের সওয়াব হাসিলের শর্ত নয়। রমজানের ফল পাবার জন্য যাবতীয় পাপ কাজ থেকে বিরত থাকতে হবে।
 
পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখার পাশাপাশি মজুতদার, মুনাফাখোর ও কালোবাজারী ব্যবসায়ীদের ব্যাপারে সতর্ক থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
 
পহেলা রমজান থেকে ১৫ রমজান পর্যন্ত চরমোনাই মাদ্রাসায় তালিম তারবিয়াত অনুষ্ঠিত হবে বলেও সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আহমদ আব্দুল কাইয়ূম স্বাক্ষরিত এ বিবৃতিতে জানানো হয়।
 
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
এলকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।