ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

রাজনীতি

ঠাকুরগাঁওয়ে ৬ জামায়াত নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৫, জুন ১৭, ২০১৫
ঠাকুরগাঁওয়ে ৬ জামায়াত নেতাকর্মী আটক প্রতীকী

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর ও হরিপুর উপজেলায় অভিযান চালিয়ে জেলা জামায়াতের অফিস সহকারী আব্দুল করিমসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।
 
মঙ্গলবার রাত থেকে বুধবার (১৭ জুন) দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।



আটক অন্যরা হলো- হরিপুর উপজেলার জামায়াত কর্মী তোফাজ্জল হোসেন (৩৩), মিজানুর রহমান(৩০), বদরুল ইসলাম (৫০)। অন্যা দুইজনের নামপরিচয় জানা যায়নি।

ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বাংলানিউজকে জানান, হরতালে নাশকতা করতে পারে এমন অভিযোগে তাদের আটক করে জেল হাততে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।