ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

রাজনীতি

রাজশাহীতে বিশেষ অভিযানে আটক ৫৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৫, জুন ১৭, ২০১৫
রাজশাহীতে বিশেষ অভিযানে আটক ৫৩

রাজশাহী: নাশকতা সৃষ্টি করতে পারে এ আশঙ্কায় রাজশাহী মহানগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫৩ জনকে আটক করেছে পুলিশ।

আটককরা বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মী বলে জানিয়েছেন পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন।



তিনি বলেন, মঙ্গলবার (১৬ জুন) বিকেল থেকে বুধবার (১৭ জুন) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদের অধিকাংশই নাশকতা মামলার আসামি। দীর্ঘদিন ধরে তারা আত্মগোপনে ছিলেন।

তিনি জানান, মহানগরের সাগরপাড়া এলাকায় হরতালের সমর্থনে মিছিলের প্রস্তুতিকালে ১১ জনকে আটক করা হয়। এর মধ্যে বোয়ালিয়া থানা জামায়াতের আমির সিরাজুল ইসলাম ও ২৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মনিরুল ইসলাম রয়েছেন। অন্যদের আটক করা হয়েছে মহানগরের রাজপাড়া, মতিহার ও শাহ মখদুম থানা এলাকা থেকে।

আটকদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
এসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।