ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

রাজনীতি

নাশকতার আশঙ্কায় গাজীপুর-খুলনায় আটক ৩১

বাংলানিউজ পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪০, জুন ১৭, ২০১৫
নাশকতার আশঙ্কায় গাজীপুর-খুলনায় আটক ৩১ ছবি: প্রতীকী

ঢাকা: জামায়াতের ডাকা হরতালকে ঘিরে নাশকতা চালাতে পারে, এমন আশঙ্কায় গাজীপুর ও খুলনায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৩১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আটকদের মধ্যে গাজীপুরে ৮ ও খুলনায় ২৩ জন রয়েছেন।



বুধবার (১৭ জুন) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের আটক করা হয়।

গাজীপুর জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-১) সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, জেলা সদর জয়দেবপুর থানা পুলিশ ৪ জন, শ্রীপুর থানা পুলিশ ২ জন ও কালিয়াকৈর থানা পুলিশ ২ জন জামায়াত-শিবির কর্মীকে আটক করেছে।

এদিকে আটকের সত্যতা নিশ্চিত করে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) বিশেষ শাখার এডিসি মনিরুজ্জামান মিঠু বাংলানিউজকে জানান, এর মধ্যে দৌলতপুর থানায় ১১ জন, খুলনা থানায় ৫ জন, সোনাডাঙ্গা থানায় ৩ জন, খানজাহান আলী থানায় ৩ জন এবং খালিশপুর থানায় ১ জন আটক রয়েছেন।

মহানগরীর ৮ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলেও জানান তিনি।

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডাদেশ আপিল বিভাগ বহাল রাখার প্রতিবাদে বুধবার (১৭ জুন) দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণা করে দলটি।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, জুন ১৭, ২০১৬
জেডএস

** খুলনায় জামায়াত-শিবিরের ২৩ নেতাকর্মী আটক
** রাজধানীতে ঢিলেঢালা হরতাল
** দেশব্যাপী জামায়াতের ২৪ ঘণ্টা হরতাল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।