ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

সাংবাদিক সিরাজুর রহমানের মৃত্যুতে জামায়াতের শোক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৯, জুন ৩, ২০১৫
সাংবাদিক সিরাজুর রহমানের মৃত্যুতে জামায়াতের শোক

ঢাকা : প্রখ্যাত সাংবাদিক বিবিসির বাংলা বিভাগের সাবেক উপ-প্রধান সিরাজুল রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
 
বুধবার (০৩ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো এক শোকবাণীতে সংগঠনের আমির মকবুল আহমাদ এ শোক প্রকাশ করেন।


 
শোকবানীতে তিনি বলেন, সাংবাদিক সিরাজুর রহমান ছিলেন বাংলা ভাষায় সাংবাদিকতা জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তার মৃত্যুতে জাতির এক অপূরণীয় ক্ষতি হয়ে গেলো। তার অবদানের জন্য জাতি তাকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

একই সঙ্গে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জুন ০৩,২০১৫
এলকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।