ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

কোকোর কবর জিয়ারত করলেন খালেদা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৬, জুন ২, ২০১৫
কোকোর কবর জিয়ারত করলেন খালেদা (ফাইল ফটো)

ঢাকা: পবিত্র শবে বরাত উপলক্ষে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

মঙ্গলবার (০২ জুন) বিকেল ‍সাড়ে ৫টায় রাজধানীর বনানী কবরস্থানে কোকোর কবর জিয়ারত করেন তিনি।



এ সময় দোয়া পাঠ ও ছেলের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন খালেদা জিয়া।

এ সময় তার সঙ্গে ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা, সাধারণ সম্পাদি‍কা শিরিন সুলতানাসহ মহিলা দলের কয়েকজন নেত্রী।

গত ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মারা যান সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো। ২৭ জানুয়ারি কোকোর মরদেহ দেশে আনা হয়। ওইদিন বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নামাজে জানাজা শেষে সন্ধ্যায় বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জুন ০২, ২০১৫ 
এমএম/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।