ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

ময়মনসিংহে জিয়ার মৃত্যুবার্ষিকীর আয়োজনে গরিবদের খাবার বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৩, জুন ১, ২০১৫
ময়মনসিংহে জিয়ার মৃত্যুবার্ষিকীর আয়োজনে গরিবদের খাবার বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকীতে গরিব ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেছে জেলা শ্রমিকদল।

সোমবার (০১ জুন) দুপুরে শহরের ১৬নং ওয়ার্ড শ্রমিকদলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দুস্থদের হাতে খাবার তুলে দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এল.এল.বি।



এ সময় উপস্থিত ছিলেন শহর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আমজাদ আলী, জেলা শ্রমিক দল সভাপতি আবু সাঈদ, স্থানীয় ওয়ার্ড শ্রমিক দল সভাপতি জসিম উদ্দিন, সহ-সভাপতি মো. মোতালেব পেরু মিয়া, সাধারণ সম্পাদক শহীদ মিস্ত্রি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জুন ০১, ২০১৫
আইএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।