ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

ভূঞাপুরে যুবলীগের ২ গ্রুপের সংঘর্ষে আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৬, জুন ১, ২০১৫
ভূঞাপুরে যুবলীগের ২ গ্রুপের সংঘর্ষে আহত ৪

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় বিদ্যুৎ অফিসের টেন্ডারের কাজের ভাগ-বাটোয়ারা নিয়ে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন।
 
সোমবার (০১ জুন) দুপুর আড়াইটায় উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।



আহতরা হলেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক আক্তারুজ্জামান সেলিম, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম বাবু, যুবলীগ কর্মী লাভলু ও মাসুদ রানা।

স্থানীয় সূত্র জানায়, ভূঞাপুর বিদ্যু‍ৎ অফিসের আওয়তায় বিদ্যুতের খুঁটি স্থাপনের একটি টেন্ডারের কাজের ভাগ-বাটোয়ারা নিয়ে রোববার উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম বাবুর উপর হামলা চালায় উপজেলা যুবলীগের আহ্বায়ক আক্তারুজ্জামান সেলিমের লোকজন।

এর জের ধরে সোমবার দুপুরে মনিরুল ইসলাম বাবুর লোকজন সেলিমের উপর পাল্টা হামলা চালায়। এতে সেলিম, লাভলু ও মাসুদ আহত হয়।

গুরুতর আহত অবস্থায় সেলিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাকে হাসপাতালে নেওয়ার পর সেখানেও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে, সেলিমের উপর হামলার ঘটনায় পৌর এলাকায় দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মিছিল করেছে যুবলীগের একাংশ। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার শামিমা গুলশানারা সম্পা ও সুহেল রেজা জানান, সেলিমকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাপাতালে পাঠানো হয়েছে।
 
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কবির বাংলানিউজকে জানান, অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ ঘটনা ঘটেছে। তবে এ নিয়ে কেউ থানায় অভিযোগ করেনি।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, জুন ০১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।