ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

খাগড়াছড়িতে জেলা ছাত্রলীগের সম্মেলন চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৫, জুন ১, ২০১৫
খাগড়াছড়িতে জেলা ছাত্রলীগের সম্মেলন চলছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: দীর্ঘ পাঁচ বছর পর খাগড়াছড়িতে জেলা ছাত্রলীগের সম্মেলন চলছে।

সোমবার (১ জুন) সকালে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও বেলুন উড়িয়ে সম্মেলনের সূচনা করা হয়।



খাগড়াছড়ি টাউন হলে আয়োজিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল বাহার। এতে প্রধান অতিথি হিসেবে আছেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

সম্মেলন উদ্বোধন করে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।

এছাড়া খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহাবুবুল হক শাকিল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এতে অংশ নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, জুন ০১, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।