ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

নোয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৪, মে ৩১, ২০১৫
নোয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে র‌্যালি ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।

রোববার (৩১ মে) দুপুরে জেলা শহরের মাইজদী নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে র‌্যালি বের হয়।



জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ মো. জাফর উল্লাহ রাসেলের নেতৃত্বে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে সরকারবিরোধী হরতাল-অবরোধ আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে পা হারানো জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. হোসেনসহ দলীয় নেতাকর্মীরা দুস্থদের মধ্যে  খাবার বিতরণ করেন।

এ সময় আরো আরো উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান, উপজেলা যুবদলের সভাপতি ভিপি জসিম, শহর যুবদলের সাবেক সভাপতি ভিপি আবদুল হাই আরাম, শহর স্বেচ্ছাসেবক দল নেতা ফিরোজ, দিদার, মনির, মইন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, মে ৩১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।