ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

নারী নির্যাতনের প্রতিবাদে মহিলা দলের মানববন্ধন শুক্রবার

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২০, মে ২৮, ২০১৫
নারী নির্যাতনের প্রতিবাদে মহিলা দলের মানববন্ধন শুক্রবার

ঢাকা: নারী হত্যা, নারী নির্যাতন ও নারী লাঞ্ছনার প্রতিবাদে শুক্রবার (২৯ মে) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে জাতীয়তাবাদী মহিলা দল।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি জাননো হয়।



মানববন্ধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বিশেষ অতিথি থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান এবং যুগ্ম মহাসচিব মো. শাহজাহান।

মানববন্ধনে জাতীয়তাবাদী মহিলা দলের সকল পর্যায়ের নেতা-কর্মীকে যথাসময়ে জাতীয় প্রেসক্লাবের সামনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মে ২৮, ২০১৫
এমএম/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।