ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

লতিফ সিদ্দিকীর জামিন বাতিলের দাবি খেলাফত মজলিসের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৯, মে ২৭, ২০১৫
লতিফ সিদ্দিকীর জামিন বাতিলের দাবি খেলাফত মজলিসের

ঢাকা: সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর জামিন বাতিল ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে খেলাফত মজলিস।

বুধবার (২৭ মে) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এ দাবি জানান।



বিবৃতিতে  নেত‍ারা বলেন, ধর্মের অবমাননাকারী লতিফ সিদ্দিকীকে জামিনের ব্যবস্থা করে সরকার দেশের তাওহিদী জনতার বিপক্ষে অবস্থান নিয়েছে।

লতিফ সিদ্দিকীর জামিন বাতিল ও তার দৃষ্টান্তমূলক শাস্তি না হলে তাওহিদী জনতা আন্দোলনের কর্মসূচি নিয়ে মাঠে নামবে বলেও বিবৃতিতে হুঁশিয়ারি জানানো হয়।

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে দায়ের হওয়া সাত মামলায় মঙ্গলবার তাকে ছয় মাসের অন্তবর্তী জামিন দেন হাইকোর্ট।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, মে ২৭, ২০১৫
এলকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।