ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

সিলেটে ছাত্রলীগের দুই গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৬, মে ২৬, ২০১৫
সিলেটে ছাত্রলীগের দুই গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া

সিলেট: সিলেটের টিলাগড়ে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এসময় আহত হন জাকারিয়া নামের এক কর্মী।

তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৬মে) বিকেল সাড়ে ৪টায় এমসি কলেজ সংলগ্ন নগরীর টিলাগড় পয়েন্টে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তার কেন্দ্র করে ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর গ্রুপের কর্মী জাকারিয়াকে টিলাগড়ে একটি রেস্টুরেন্টে ছুরিকাঘাত করেন জেলা ছাত্রলীগের সভাপতি হিরণ মাহমুদ নিপু গ্রুপের কর্মীরা।

খবর পেয়ে ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর গ্রুপের নেতাকর্মীরা সশস্ত্র অবস্থায় তাদের ধাওয়া করে। এতে উভয় গ্রুপের মধ্যে আধা ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

সিলেট মহানগরীর শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, মে ২৬, ২০১৫
এনইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।