ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

যশোরে শিবিরকর্মীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৫৫, মে ২৬, ২০১৫
যশোরে শিবিরকর্মীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

যশোর: যশোরের কেশবপুরে সাব্বির হোসেন (১৮) নামে এক শিবিরকর্মীকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে জনতা।

রোববার (২৪ মে) ঘটনা ঘটলেও সোমবার (২৫ মে) রাতে এ খবর জানাজানি হয়।



সাব্বির মণিরামপুর উপজেলার হুরগাতি গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে। তিনি কেশবপুর ডিগ্রি কলেজ থেকে চলতি এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছেন।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্ল্যা খবির আহম্মেদ বাংলানিউজকে বলেন, শিবিরকর্মী সাব্বিরের বিরুদ্ধে চারটি নাশকতার মামলা রয়েছে। জনগণ তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে।

তবে, সাব্বিরকে আটকের পর তার পায়ে গুলি করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলেও তা নাকচ করে দেন ওসি মোল্লা খবির আহম্মেদ।

বাংলাদেশ সময়: ০৫৩৪ ঘণ্টা, মে ২৬, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।