ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

গৌরীপুর উপজেলা চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫৬, মে ২৬, ২০১৫
গৌরীপুর উপজেলা চেয়ারম্যান সাময়িক বরখাস্ত আহাম্মদ তায়েবুর রহমান হিরণ

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (২৫ মে) বিকেলে স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি আদেশ ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে।



পরবর্তী সময়ে জেলা প্রশাসন থেকে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ আদেশ পাঠানো হয়।

স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দূররে শাহাওয়াজ সন্ধ্যায় বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলা চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণের বিরুদ্ধে ১৪টি মামলার অভিযোগপত্র আদালতে জমা হয়েছে। এরই প্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ সংক্রান্ত চিঠি স্থানীয় সরকার বিভাগ থেকে পাঠানো হয়েছে।

সাময়িক বরখাস্তের বিষয়টি স্বীকার করে স্থানীয় সরকার বিভাগের ময়মনসিংহের উপ-পরিচালক নুরুল আলম বাংলানিউজকে জানান, উপজেলা চেয়ারম্যান হিরণের বিরুদ্ধে কতটি মামলা রয়েছে তা জানতে চেয়ে প্রায় সপ্তাহখানেক আগে আমাদের কাছে চিঠি পাঠায় স্থানীয় সরকার বিভাগ।

পরে আমরা গৌরীপুর থানায় খোঁজ নিয়ে তার মামলার সংখ্যা লিখিতভাবে স্থানীয় সরকার বিভাগকে অবহিত করি।

গত জানুয়ারির পর থেকে বিএনপির নেতৃত্বাধীন জোটের ৯২ দিনের হরতাল-অবরোধ কর্মসূচি চলাকালে হিরণের বিরুদ্ধে গৌরীপুর থানায় সন্ত্রাস ও নাশকতার অভিযোগে দু’টি মামলা হয়। এর আগে থেকেও তার বিরুদ্ধে কিছু মামলা ছিল। এছাড়া, নিজ দলের প্রতিপক্ষের দায়ের করা একাধিক মামলারও আসামি হিরণ।

এসব বিষয়ে যোগাযোগ করা হলে সাময়িক বরখাস্তকৃত উপজেলা চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ বলেন, বরখাস্তের খবরটি শুনেছি। তবে কোনো চিঠি পাইনি। সম্পূর্ণ রাজনৈতিক কারণেই আমাকে ফাঁসানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৫৪ ঘণ্টা, মে ২৫, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।