ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

কৃষক দল কেন্দ্রীয় কমিটির জরুরি সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৬, মে ২৫, ২০১৫
কৃষক দল কেন্দ্রীয় কমিটির জরুরি সভা অনুষ্ঠিত

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ মে) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকার নেতৃবৃন্দ ও মহানগরী কমিটির সদস্যদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।



সভায় সভাপতিত্ব করেন কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ এম এ তাহের। উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তকদির হোসেন মো. জসীম, সহ-সভাপতি মো. নাজিমুদ্দিন, অ্যাডভোকেট নাছির হায়দার, ওবায়দুল্লা পিন্টু, গোলাম মোস্তফা, মো. আলীম, মো. সেলিমসহ বিভিন্ন থানার নেতৃবৃন্দ।

সভায় সিদ্ধান্ত হয়, আগামী ৩০ মে জিয়াউর রহমানের ৩৪তম শাহাদাৎ বার্ষিকী পালনে মাজার জিয়ারত ছাড়াও ২৮ মে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আলোচনা সভা এবং ২ জুন বিকেলে জাতীয় প্রেসক্লাবে কৃষক দলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, মে ২৫, ২০১৫
আইএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।