ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

নাটোরে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪০, মে ২৫, ২০১৫
নাটোরে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান

নাটোর: নাটোরে দায়েরকৃত বঙ্গবন্ধু সম্পর্কে কটূক্তি করার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানার আদেশ দিয়েছেন  আদালত।

সোমবার (২৫ মে) নাটোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক এনামুল হক বাসুনিয়া এ আদেশ দিয়েছেন।



আগামী ১০ আগস্টের এর মধ্যে গ্রেফতারি পরোয়ানা তামিল বিষয়ে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের জন্য পুলিশের প্রতি নিদের্শ দিয়েছেন আদালত।

আদালত সূত্র জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি করায় ছাত্রলীগ নেতা আহম্মদ আলী মোল্লা ২০১৪ সালের ১৮ ডিসেম্বর নাটোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মানহানির মামলাটি করেন।

এ মামলার এজাহারে আসামি তারেক রহমানের ঠিকানা দেওয়া হয়- বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, নয়াপল্টন, ঢাকা। পরে আদালত আসামির বিরুদ্ধে সমন দিয়ে গত ১৫ মে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

তারেক রহমানের নামে পাঠানো সমন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রহণ করে বলা হয়, আসামি দেশের বাইরে লন্ডনে থাকেন।

সমনের এ কপি ফেরত আসায় আদালত আসামির বর্তমান ঠিকানায় গ্রেফতারি পরোয়ানা পাঠানোর নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় পূর্বলন্ডনে বিএনপি আয়োজিত স্বাধীনতা দিবসের এক আলোচনা সভায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেন, শেখ মুজিব ‘রাজাকার’, ‘খুনি’ ও ‘পাকবন্ধু’ ছিলেন। যা বাংলাদেশের বিভিন্ন মিডিয়ায় প্রচারিত হয়। এতে বাদীর মানহানি ঘটেছে।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, মে ২৫, ২০১৫
পিসি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।